
চট্টগ্রাম : বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বলেছেন, বাকলিয়ায় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের ইতিমধ্যে দুর্বল করে দেওয়া হয়েছে। তাদের দমনে পুলিশের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার বাদে জুমা ল্যান্ডমার্ক হাউজিং সোসাইটির মহল্লা কমিটির উদ্যোগে সিসিটিভি ক্যামরা স্থাপন উদ্বোধনকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : বান্দরবানে সিদ্দিক নগর-ক্যাচিং পাড়া সড়ক উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী
আরো পড়ুন : প্রেসিডেন্ট পদকে ভূষিত চট্টগ্রামের দুই আনসার সদস্য আজিম ও আউয়াল
ওসি নেজাম বলেন, এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এলাকার বিভিন্ন পয়েন্টে সিসিটিভি লাগানোর কাজ চলছে। কাজটি সম্পন্ন হলে বাকলিয়ায় অপরাধ কমে যাবে। তিনি বলেন, দেশ ডিজিটাল হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়েই সরকার ও প্রশাসন দেশকে এগিয়ে নিচ্ছে। তবে অপশক্তি সব সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ সব ষড়যন্ত্র মোকাবিলা করছে। আপনাদের কোন সমস্যা হলে সাথে সাথে ৯৯৯ ও আমাকে কল দেবেন। আপনাদের নাম গোপন রাখা হবে। সন্ধ্যার পর বখাটে ও বহিরাগতরা এলাকায় ঘুরাঘুরি করলে আমাকে কল দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার জন্য আমাকে বাকলিয়া থানায় পাঠিয়েছেন। মনে রাখবেন পুলিশ জনগণের বন্ধু।
ল্যান্ডমার্ক হাউজিং সোসাইটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন সিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুরাদ, যুগ্ম সম্পাদক মো. শফিউর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী, সাতকানিয়ার সাবেক কাউন্সিলর আবদুল হামিদ, শাহ আমানত হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিস ওয়ারিসি, আইএসবি মো. মহিউদ্দিন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এড. ইুরুল আবরার, মো. রিয়াজ উদ্দিন, মোস্তফা কামাল উদ্দিন, মো. নাজিম উদ্দিন, আলতাফ হোসেন, জহির উদ্দিন প্রমুখ।