ইভিএম-এ ভোট : রোববার হতে পারে চসিক নির্বাচন তফসিল

সব ঠিক থাকলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বিষয়ে তফসিল ঘোষণা হতে পারে রোববার (১৬ ফেব্রুয়ারি)।

ইসির জনসংযোগ পরিচালক মো. ইসরাইল হোসেন জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নির্বাচন ভবনের সভাকক্ষে ৬১ তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্য সূচিতে চট্টগ্রাম সিটি ভোট ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনকে রাখা হয়েছে।

আরো পড়ুন : মুজিব বর্ষে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সু-সংগঠিত হবে
আরো পড়ুন : চসিক নির্বাচন: আ’লীগের মনোনয়ন পেলেন রেজাউল করিম

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মো. আলমগীর জানান, চসিক সিটি ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে সম্পন্ন করা হবে।

শেয়ার করুন