এমার্জিং টিম এশিয়া কাপ বাংলাদেশ ভেন্যূর উদ্বোধন
আফগানিস্তানের সহজ জয়, প্লেয়ার অব দ্যা ম্যাচ ইহ্সানুল্লাহ্ জানাত

চট্টগ্রাম : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এমার্জিং টিম্স এশিয়া কাপ বাংলাদেশ-২০১৭ এর চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়াম ভেন্যূর খেলা সোমবার (২৭ মার্চ) উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় আফগানিস্তান ১৫৫ রানের ব্যবধানে মালয়েশিয়াকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নেমে মালয়েশিয়া ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়।

ফলে সহজেই জয় পায় আফগানিস্তান। খেলায় সর্বোচ্চ ১০৮ রান সংগ্রহ করে অপরাজিত থেকে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আফগানিস্তানের ইহ্সানুল্লাহ্ জানাত। সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন।

এর আগে সকালে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মো: সামসুল আরেফিন খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ-সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস এর সহ-সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম মোস্তাইন হোসেন, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, এম.এ আজিজ স্টেডিয়াম ভেন্যূ ম্যানেজার জামাল উদ্দিন আহমেদ, ম্যাচ রেফারী এ.এস.এম রকিবুল হাসান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস কাউন্সিলর শাহবাজ মুনতাসির চৌধুরী।

শেয়ার করুন