শাহাদাত আর আল আমিনই ম্যাচে ফেরালো বিসিবি একাদশকে

শাহাদাত আর আল আমিনই ম্যাচে ফেরালো বিসিবি একাদশকে

দুই দিনের প্রস্তুতি ম্যাচে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিকেএসপিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল সফরকারি দল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দাপুটে ব্যাটিংয়ে যখন উইকেট খরায় ভুগছিল তখনই বিসিবি একাদশের হয়ে অধিনায়ক আল আমিন জুনিয়র প্রথম সাফল্য এনে দেন। উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে প্রিন্স মাসভাউরের ব্যাট থেকে আসে ৪৫ রান। জিম্বাবুয়ে শিবিরের মূল আঘাতটা হেনেছেন অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার শাহাদাত হোসেন। তিনি মূলত ব্যাটসম্যান হলেও অফস্পিনটাও খারাপ করেন না। তার ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে যায় সফরকারিদের গোছানো ইনিংস। ৮ ওভারে ১৬ রান দিয়ে শাহাদাত হোসেন নেন ৩টি উইকেট।

জিম্বাবুয়ের ওপেনিংয়ে নামা কেভিন কাসুজা বিসিবি একাদশের একের পর এক আঘাতেও একপাশ আগলে রেখে এগিয়ে যেতে থাকেন। ৫৬.৬ ওভারের সময় দলীয় ১৭৭ রানের মাথায় পারভেজ হোসেন ইমনের রান আউটের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়তে হয় কাসুজাকে। তবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭০ রান। যার মধ্যে চারের মার ছিল ১২টি। কাসুজার বিদায়ের পর কার্ল মুম্বা ও এনস্লে এনল্ডভুর অষ্টম জুটিতে ভিত গড়ে সফরকারিরা। তাই জিম্বাবুয়ে দল ৩ উইকেট হাতে রেখেই দিনের খেলা শেষ করে মাঠ ছারে। জিম্বাবুয়ের দলীয় স্কোর ৭ উইকেটে ২৯১ রান।

শেয়ার করুন