রামুতে টমটমের ধাক্কায় শিশু আহত

আব্দুলাহ

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীর পাড়া এলাকার চার রাস্তার মাথায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম আব্দুলাহ (৮)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কচ্ছপিয়া ইউনিয়নের হাজীপাড়া এলাকার চার রাস্তারমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ উপজেলার কচ্ছিয়া ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মো. হাসেমের পুত্র।

টমটমের ধাক্কায় স্কুলছাত্র গুরুত্ব আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান বলেন, কচ্ছপিয়ায় ব্যাটারিচালিত টমটমগুলো দ্রুতগতি রোধ করার বিষয়টি মাথায় রেখে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

স্থানীয়রা জানান, রাস্তা পার হবার সময় যাত্রীবাহী একটি দ্রুতগতিতে আসা টমটমটি ধাক্কা দিলে শিক্ষার্থী আব্দুল্লাহ গুরুত্বর আহত হয়। তাকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার বেসরকারি খতীব আল্ ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। আহত আব্দুল্লাহ কচ্ছপিয়া কে.জি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।