বৃষ্টি থাকবেনা কাল, তাপমাত্রা বাড়বে

বৃষ্টি থাকবেনা কাল, তাপমাত্রা বাড়বে

আজ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরবাসী পড়েছে ভোগান্তিতে। কাল থেকে অবস্থার উন্নতি হবে, বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানান, পশ্চিমা লুঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর ফলে পশ্চিমা লুঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার সংমিশ্রণের কারণে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানান, আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় হয়েছে ৯ মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া পটুয়াখালী, মোংলা, রংপুর, তাড়াশ, ঈশ্বরদী, সিলেট, ময়মনসিংহে সামান্য বৃষ্টি হয়েছে।

শেয়ার করুন