হৃতিক অভিনয় করবেন সৌরভের চরিত্রে!

হৃতিক অভিনয় করবেন সৌরভের চরিত্রে!

বলিউডপাড়ায় সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আলোচনা তুঙ্গে। সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বায়োপিক নির্মিত হচ্ছে শোনা যাচ্ছে । সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। হৃতিক সৌরভ গাঙ্গুলীরও পছন্দের নায়ক।

এ ব্যাপার নিয়ে করণ জোহরের সঙ্গে একপ্রস্ত আলাপ হয়েছে সৌরভের বলে গুঞ্জন ছড়িয়েছে। বলিউডের জাঁদরেল নির্মাতার সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন খোদ সৌরভ নিজেই। তবে বায়োপিকের কথা অস্বীকার করেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট।

মাস দুয়েক আগে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক জানান, বায়োপিক হলে হৃতিকই তার প্রথম পছন্দ। করণ কোন সিদ্ধান্ত নেন এখনই তা-ই দেখার অপেক্ষা।

সৌরভ যতই অস্বীকার করুন, তার ভক্ত-সমর্থকরা কিন্তু আশাবাদী। সে ক্ষেত্রে তিন মহারথী মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন, কপিল দেবের পর সৌরভের লড়াইয়ের কথাও বড় পর্দায় উঠে আসবে।

শেয়ার করুন