রক্তাক্ত দিল্লি, ২০ জন নিহত

রক্তাক্ত দিল্লি, ২০ জন নিহত

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় ভারতে বিক্ষোভকে কেন্দ্র করে তিন দিনের সংঘর্ষে দিল্লিতে নিহত ২০ জন। গত রবিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে দেড় শতাধিক মানুষ আহত হন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে চারজনের মরদেহ আনা হয়েছে বলে ভারতীয় একটি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়। এছাড়া নতুন করে আরও তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতায় ১৩ জনের মৃত্যু হয়।

গুরু তেগ বাহাদুর হাসপাতালের একজন প্রবীণ কর্মকর্তা ভারতীয় একটি বার্তা সংস্থাকে বলেন, আজ বুধবার সকালে লোক নায়ক হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় চারজনের মরদেহ এখানে আনা হয়। এর বেশি কিছু বলতে পারছি না।

মঙ্গলবার রাতে দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে ১৪৪ ধারা জারি করে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি উঠেছিল। তবে প্রশাসন জানিয়েছে, যথেষ্ট সিআরপি নামানো হয়েছে। এখনই সেনা ডাকার দরকার নেই।

সোমবারের পর মঙ্গলবারও দিল্লির বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মৌজপুরে এদিন এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চার সাংবাদিক। অনেক সাংবাদিকের কাছে ধর্মীয় পরিচয় জানতে চেয়ে তাদের হেনস্থা করেছেন বিজেপির নেতাকর্মীরা।

পরিস্থিতি সামলাতে গোটা উত্তর-পূর্ব দিল্লিতে আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে পুলিশ। দিল্লি-সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও ১৪৪ ধারা জারি হয়। নিয়ন্ত্রণ জারি করা হয় গাজিয়াবাদ-দিল্লির সীমানায় যাতায়াতের উপর। টানা বন্ধ দু’দিন উত্তর-পূর্ব দিল্লির পাঁচটি মেট্রো স্টেশন। সংঘর্ষের ছবি না-দেখানোর পরামর্শ দেওয়া হয় ভারতের বেসরকারি চ্যানেলগুলোকে।

কিন্তু অশান্তি থেমে থাকেনি। সংঘর্ষ পাথর-যুদ্ধ, গুলি, ভিড় জমিয়ে মারধর, অসংখ্য বাড়ি-দোকানে আগুন লাগানো, লুঠতরাজ-কিছুই বাকি থাকেনি। মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির আকাশে সারা দিনই কালো ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠেছে। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই আক্রান্ত হয়েছেন।

দিল্লির প্রবীণরা বলছেন, ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার পরে শহরে গোষ্ঠী সংঘর্ষে এত প্রাণহানির ঘটনা ঘটেনি। বছর পাঁচেক আগেও পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল। কিন্তু কোনও প্রাণহানি ঘটেনি।