সেই তিন সেতুর নির্মাণকাজ পরিদর্শনে মেয়র
দ্রুতগতিতে চলছে আলোচিত তিন সেতুর নির্মাণকাজ

সেই তিন সেতুর নির্মাণকাজ দেখলেন মেয়র

চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের আলোচিত সেই তিন সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন আলোচ্য সেতু তিনটির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন।

সোমবার (২৭ ‍মার্চ) দুপুরে মেয়র সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে নির্মাণাধীন সেতু তিনটি দেখতে যান। ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের আগেই নির্মাণকাজ সমাপ্ত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোছাইন, আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী নুর সোলেমান, বিপ্লব দাশ, অসীম বড়ুয়াসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ নম্বর জেটি এলাকার রুবি সিমেন্ট কারখানার পাশের সেতু, ৯ নম্বর গুপ্তখাল সেতু এবং ১৫ নম্বর ঘাট সেতুর নির্মাণকাজে ধীরগতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ জানিয়েছিলেন। গত ১২ মার্চ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম দুটি সাবমেরিন কমিশনিং ও চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন অনুষ্ঠানে আসার পথে সেতুগুলো প্রধানমন্ত্রীর চোখে পড়ে। এরপর তার বক্তব্যে ‘দুঃখ পেয়েছেন’ বলে জানান। এরপর ঠিকাদারদের ডেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছিলেন মেয়র।

নতুন সময়সীমা নির্ধারণের পর প্রকল্প তিনটি বাস্তবায়নে তিনজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিনজন নির্বাহী প্রকৌশলী, তিনজন সহকারী প্রকৌশলী এবং ৩ জন উপ সহকারী প্রকৌশলীকে দেখভালের দায়িত্বে নিয়োজিত করে চসিক। সর্বশেষ তিন মাসের মধ্যে সেতু তিনটির নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শেয়ার করুন