চসিক নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন জাপার মেয়র প্রার্থী সোলায়মান শেঠ

চসিক নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন জাপার মেয়র প্রার্থী সোলায়মান শেঠ

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে জাতীয় প্রার্টি মনোনীত মেয়র প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য এবং মহানগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে তিনি মনোয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন নগর জাপার সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, সহ-সভাপতি ছালামত আলী, আবু
জাফর কামাল, ছগির আহম্মদ সোহেল, মোহাম্মদ আলী।

আরো পড়ুন : পাপিয়ার সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক
আরো পড়ুন : মনোনয়ন ফরম জমা দিলেন মেয়র প্রার্থী রেজাউল

মনোনয়পত্র দাখিলশেষে সাংবাদিকের সাথে আলাপকালে মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ বলেন, চট্টগ্রামকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তর করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। যার সুফল এখন নগরবাসী ভোগ করছেন। বীর চট্টলাবাসী জাতীয় পার্টিকে ভালোবাসে, তারা উন্নয়নকে ভালবাসে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীতে পরিণত করার লক্ষ্যে নগরবাসীর কল্যাণে আমাকে তাদের সমর্থন দিয়ে কাজ করার সুযোগ করে দিবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন সোলায়মান আলম শেঠ।

শেয়ার করুন