দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক
আবদুল্লাহ-আল-ছগীরের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

আজ বুধবার (২৯ মার্চ) দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক চট্টগ্রাম সংবাদত্রের পথিকৃৎ ও সমাজসেবক আলহাজ আবদুল্লাহ-আল-ছগীরের ২৬তম মৃত্যুবার্ষিকী।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) আন্দরকিল্লাহ শাহ জামে মসজিদে বাদে আছর দোয়া মাহফিল এবং দৈনিক নয়াবাংলা কার্যালয়ে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া মরহুমের গড়দুয়ারাস্থ গ্রামের বাড়ি সংলগ্ন মাদ্রাসায় খতমে কোরান ও শাহ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোসলেমিন এতিমখানাসহ অন্যান্য সংগঠন ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

মরহুম আবদুল্লাহ-আল-ছগীর তাঁর কর্মময় বর্ণিল জীবনে দক্ষ সংগঠক ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সংবাদত্র পরিষদের প্রথম আহবায়ক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, সরকার ঘোষিত প্রথম প্রেস কমিশনের সদস্য, জাতীয় জনসংখ্যা কমিটির সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, হাটহাজারী থানাধীন গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমি এবং গড়দুয়ারা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

২০০৫ সালে চট্টগ্রাম সিটি করর্পোরেশন কর্তৃক তিনি মরনোত্তর একুশে পদক অর্জন করেন।

শেয়ার করুন