চবির শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

চবির শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহরমুখী ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ষোলশহর ফরেস্ট গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন-মালবাহী ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ।

আরো পড়ুন : চাকরির পেছনে না ছুটে ঋণ নিয়ে ব্যবসায়ী হওয়ার আহবান প্রধানমন্ত্রীর
আরো পড়ুন : নায়িকা শাবনূর ছাড়লেন মাদকাসক্ত স্বামী অনিকের সংসার

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইঞা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন