চুয়েটে আন্তঃহল ভলিবলে চ্যাম্পিয়ন শেখ রাসেল হল

চুয়েটে আন্তঃহল ভলিবলে চ্যাম্পিয়ন শেখ রাসেল হল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গৃহীত বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২০ বুধবার (৪ মার্চ) সম্পন্ন হয়েছে।

খেলায় শেখ রাসেল হল এবং শহীদ মোহাম্মদ শাহ ফাইনালে মুখোমুখি হয়। ২-০ সেট ব্যবধানে শহীদ মোহাম্মদ শাহ হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল হল।

আরো পড়ুন : মাদরাসার এতিমদের মাঝে কম্বল বিতরণ করলেন চেয়ারম্যান তসলিম
আরো পড়ুন : নগরজুড়ে দলীয় কোন্দল, উত্তাপ আ.লীগ-যুবলীগে

সেরা খেলোয়াড় হিসেবে শেখ রাসেল হলের মাহফুজুর রহমান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে শহীদ মোহাম্মদ শাহ হলের আবদুল্লাহ আল মুয়িন নির্বাচিত হন।

এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গোল চত্তর সংলগ্ন ভলিবল কোর্টে অনুষ্ঠিত ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শারিরীক শিক্ষা বিভাগের ডেপুটি চীফ জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালনায় এবার পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেয়ার করুন