অভিযানে সোয়াত, প্রয়োজনে সেনা বাহিনী পাঠানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আতিয়া মহলের কায়দায় মৌলভীবাজারের জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়ছে

সিলেটের আতিয়া মহল আর মৌলভী বাজারের বড়হাট ও ফতেহপুরের জঙ্গি আস্তানায় ৬-৭ জঙ্গির আচরন-তৎপরতা এবং তাদের প্রতিহতের ধরন এক ও অভিন্ন। এদের হাতেও অস্ত্র-বিস্ফোরক রয়েছে এবং সেই কায়দায় এখানকার জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়ছে।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বুধবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

দুটি বাড়িই ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এসময় দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর কয়েকটি গ্রেনেড ও গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।

সরকার বাজা‌রের ওই বা‌ড়ি‌টি ঘি‌রে গোলাগু‌লির অাওয়াজ শোনা যা‌চ্ছে। অন্য‌দি‌কে বড়হা‌টের বাড়িটির বা‌সিন্দা‌দের বাই‌রে বে‌রি‌য়ে অাসার অাহ্বান জানা‌চ্ছে পু‌লিশ।

বড়হা‌টে পল্লী বিদ্যু‌তের সং‌যোগ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সং‌যোগ বিচ্ছিন্ন র‌য়ে‌ছে। সি‌লে‌টের ম‌তো একই কায়দায় বাড়ি ভাড়া নি‌য়ে এ এলাকায় নাশকতার প‌রিকল্পনা কর‌ছি‌লো জ‌ঙ্গিরা- এমন অাভাস মিল‌ছে এক‌টি সূত্রে।

মৌলভীবাজারের দুই আস্তানায় ৬-৭ জঙ্গি: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মৌলভীবাজারে ঘিরে রাখা দুটি জঙ্গি আস্তানায় মোট ৬-৭ জন জঙ্গি সদস্য থাকতে পারে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি মৌলভীবাজার শহরের আস্তানাটিতে তিন-চারজন এবং নাসিরপুরের আস্তানায় আরও দু’চারজন বেশি জঙ্গি থাকতে পারে। এদের মধ্যে নারী সদস্যও থাকতে পারেন দু’একজন।

আসাদুজ্জামান খান কামাল জানান, পুলিশের বিশেষ ইউনিট সোয়াত বাহিনী রওনা হয়েছে। তারা সেখানে গেলেই কাজ শুরু করবে।

আপাতত সেনাবাহিনী সেখানে পাঠানো হচ্ছে না, তবে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন