রোববার নাইক্ষ্যংছড়ি আসছেন বীর বাহাদুর

বীর বাহাদুর (ফাইল ছবি)

নাইক্ষ্যংছড়ি: এক দিনের সফরে রবিবার (৮ মার্চ) নাইক্ষ্যংছড়িতে আসছেন পার্বত্য বিষয়ক মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। এ উপলক্ষ্যে তোরণ, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার অলিগলি। বিরাজ করছে সাজ সাজ রব।

আরো পড়ুন : পাহাড়ের ফুল ঝাড়ু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে শ্রমজীবি মানুষ
আরো পড়ুন : খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন পরিবারের সদস্যরা

শনিবার পার্বত্য বিষয়ক মন্ত্রির একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রির আগমনের কর্মসূচীতে রয়েছে যথাক্রমে, সকাল সাড়ে ১০টায় পার্বত্য উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নির্মিত নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দর্শক গ্যালারী নির্ম্মাণ কাজের উদ্বোধন ও ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও চেরাংঘরের শুভ উদ্বোধন এবং ধর্মীয় অনুষ্ঠানমালায় যোগ দেয়ার কথা রয়েছে।

মন্ত্রীর একদিনের সফরের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগ সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধুরী জানিয়েছেন, মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।