‘ভুতুড়ে’ বিমান উড়ছে ইউরোপের আকাশে

‘ভুতুড়ে’ বিমান উড়ছে ইউরোপের আকাশে

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আকাশ পথে যাত্রীর সংখ্যা কমেছে ব্যাপকহারে। ফলে ইউরোপের আকাশে এখন বিমানগুলো যেন ভুতুড়ে অবস্থা। যাত্রী ছাড়াই চলছে বিমান।

জ্বালানি পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে এবং বিপুল পরিমাণে আর্থিক গচ্ছা দিয়ে তাদেরকে এমন ‘ভুতুড়ে’ বিমান উড্ডয়ন অব্যাহত রাখতে হয়েছে।

ইউরোপের বিধি অনুযায়ী, এ মহাদেশের বাইরে যাত্রী আনা নেয়ায় নিয়োজিত বিমান সংস্থাকে বরাদ্দকৃত ফ্লাইট সংখ্যার ৮০ শতাংশ ব্যবহার করতে হবে। না হলে বরাদ্দকৃত ফ্লাইট সংখ্যা বাতিল করে দেয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপকে কেন্দ্র করে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর যাত্রী সংখ্যা অনেকক্ষেত্রেই প্রায় শূন্যে এসে ঠেকেছে। আর অনেক ক্ষেত্রেই বিমান চলাচলের ওপর আরোপ করা হয়েছে বিধি নিষেধ।

সব মিলিয়ে এমন পরিস্থিতিতেও যাত্রীহীন খালি বিমান নিয়েই আকাশে উড়ছে যাত্রীবাহী উড়োজাহাজ।