চসিক নির্বাচন : প্রথম ধাপে এসেছে ৪ হাজার ইভিএম

প্রথম ধাপে এসেছে ৪ হাজার ইভিএম

চট্টগ্রাম : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের চার হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নেন। বর্তমানে যন্ত্রপাতিগুলো এমএ আজিজ স্টোডিয়ামের জিমশেনিয়ামে রাখা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে নির্বাচনি সরঞ্জামগুলো ঢাকা থেকে চট্টগ্রামে আসে।

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

আরো পড়ুন : ভোটে নির্বাচিত হলে নগরবাসীকে দেখার দায়িত্ব আমার : রেজাউল
আরো পড়ুন : নৌকার প্রার্থীদের বিজয়ই হোক মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার : এম এ লতিফ

আগামি ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন। নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।

নির্বাচন অফিসার শিমুল শর্মা জানান, প্রথম ধাপের ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম চট্টগ্রামে এসেছে। বাকি মেশিন ও সরঞ্জাম পর্যায় ক্রমে আসবে।

উল্লেখ্য, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ মোট ৬ জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর এবং ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন