অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ সহায়তা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ সহায়তা

বান্দরবান : জেলার রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

বরিবার রাত ৮ টায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গা দানেশপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি (বিএসপি, পিএসসি) এর নির্দেশনায় তিনটি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

আরো পড়ুন : রামুতে পাহাড় কাটার দায়ে দুইজনের ২ বছর সাজা
আরো পড়ুন : করোনা সন্দেহজনক কেউ নেই চট্টগ্রামে

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০কেজি চাউল, ৩ কেজি আটা ,২ কেজি ডাল, ২ কেজি তৈল ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন এর সার্জেন্ট মোহাম্মদ ইব্রাহিম সরকার, জোন এনসিও সার্জেন্ট শাহাদাত হোসেনসহ সেনাবাহিনীর সদস্য , ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও তাদের পরিবারবর্গ।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়ন ২নং ওয়ার্ড ছাইংগ্যা দানেশ পাড়ার মোঃ দানু মিয়া এর ঘরের পূর্ব পাশ থেকে আগুনের সূত্রপাত ঘটে,এবং এসময় ৩টি বসতবাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।