সরাইপাড়া দারুন্নাজাত মডেল মাদরাসায় স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে দারুন্নাজাত মডেল মাদরাসার উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন নুরুল আমিন। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : নগরীর পাহাড়তলীস্থ সরাইপাড়া দারুন্নাজাত মডেল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হস্তলিপি ও বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাও. ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সমাজ সেবক আলহাজ্ব নুরুল আমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষা প্রতিষ্ঠানের এসব প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।

সভাপতি আরো বলেন- আমাদের মাদরাসার শিক্ষার্থীরা এখন আর আগের মত একমুখী শিক্ষায় নয়; বরং বহুমুখী শিক্ষায় তথা ইংরেজি, গণিত, বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষাসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাই এখন অভিভাবকমন্ডলী তাঁর সন্তানকে নিশ্চিন্তে এসমস্ত আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন।

সিনিয়র শিক্ষক শামসুল আযমের পরিচালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন