রাঙ্গামাটিতে হঠাৎ বিস্ফোরণে ৫০ দোকান পুড়ে ছাই

ছবি প্রতীকী

রাঙ্গামাটি : পার্বত্য জেলা শহরে অগ্নিকাণ্ডে ৫০ দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজগেট এলাকায় পানাহার নামে হোটেলের রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজগেট এলাকার একটি হোটেলের রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। এর পর আশপাশের বেশ কয়েকটি চায়ের দোকান ও মুদির দোকানে মজুদ থাকা গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে তা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় এক যুবক জানান, আমরা একটি বিকট শব্দ শুনতে পাই। পরে বাইরে এসে দেখি আগুন জ্বলছে।

আরো পড়ুন : টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্র
আরো পড়ুন : কঠোর সতর্কবার্তা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রতন কান্তিনাথ জানান, দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।