আগুনে পুড়ে গেল ত্রপিুরা পল্লীর ৯ বসতঘর, ২৫ লাখ টাকার ক্ষতি লামায়

লামায় আগুনে পুড়ে গেল ত্রপিুরা পল্লীর ৯ বসতঘর

মো. ফরিদ উদ্দিন (লামা) : বান্দরবানের লামা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার ত্রিপুরা পল্লীর ৯টি কাঁচাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজলোর গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবী, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাড়ার সোনা চন্দ্র ত্রপিুরার ঘর থকেে আগুনরে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

আরো পড়ুন : হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা
আরো পড়ুন : নিক প্রিয়াঙ্কার বয়সের পার্থক্য নিয়ে কটাক্ষ

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মো. মোস্তফা জামাল, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, সংম্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে নিয়ন্ত্রক করাজ করা কর্মীদের দিক নির্দেশনা দেন।

সূত্র জানায়, বুধবার বেলা আনুমানিক ১২টার দিকে আকিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা সোনা চন্দ্র ত্রিপুরার ঘর থেকে আগুন জ্বলে উঠে। পরে দ্রুত আশপাশে ছড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয়দের সেহযোগিতায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষণে পাড়ার পাড়ার হাবুইতি ত্রিপুরা, খমোজন ত্রিপুরা, আকিরাম ত্রিপুরা, মিহির ত্রিপুরা, বলি চন্দ্র ত্রিপুরা, ফিলিরাম ত্রিপুরা, সাধুরাম ত্রিপুরা, নয়ারাম ত্রিপুরার বসতঘরসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দুর্গম পাহাড়ি পথ ও ঘরগুলো পাহাড়ের ওপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।