প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ২৫ মার্চ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বব্যাপী ছড়িয়ে পরা মরণব্যাধি করোনায় সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি দেশবাসীকে আশস্ত করার পাশাপাশি নাগরিক হিসেবে করণীয় সংক্রান্ত দিক নির্দেশনা দিবেন বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন : বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে সেনাবাহিনী
আরো পড়ুন : আতঙ্কিত না হয়ে সচেতন কর্মী হয়ে উঠুন : মেয়র প্রার্থী রেজাউল

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। যখন যেটা বলতে হবে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে ভাষণে বলবেন। ২৫ মার্চ তিনি ভাষণ দেবেন।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে চলতি বছরে ২৫ মার্চের ভাষণ হবে তাঁর তৃতীয় ভাষণ।

শেয়ার করুন