করোনা আক্রান্ত প্রতিরোধের চেষ্টায় সিএমপি

নগরীর বিভিন্ন এলাকায় ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক (ব্লিচিং পাউডার) মিশ্রিত পানি ছিটাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম : বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরীর বিভিন্ন এলাকায় ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক (ব্লিচিং পাউডার) মিশ্রিত পানি ছিটিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স গেট পুনাক মোড়, ওয়াসার মোড় ও আশপাশ এলাকায় ব্লিচিং পাউডার (জীবাণুনাশক) মিশ্রিত পানি ছিটানো হয়।

আরো পড়ুন : কোনো জায়গায় যাতে ৫-৭ জনের বেশি লোক জড়ো না হয়
আরো পড়ুন : দেশে করোনায় মৃতের সংখ্যা ৪, আক্রান্ত ৩৯

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, হোম কোয়ারেন্টাইন নিয়ম মেনে চলার আহবান জানিয়ে সিএমপি কমিশনার বলেন, জনস্বার্থে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন