চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা মার্কিন আইনজীবীর

উহানে ল্যাবে জীবাণু অস্ত্রের গবেষণার দায়ে চিনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা

চীনের ল্যাবে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণার সময় করোনাভাইরাস বা কোভিড-১৯ ছড়িয়েছে। এবিষয়ে চীন বিশ্বের কাছে অনেক তথ্য গোপন করছে_এমন অভিযোগে দেশটির বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার বা ১৭০০ লাখ কোটি টাকার মামলা দায়ের করেছে মার্কিন আইনজীবী।

যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে আইনজীবী ল্যারি ক্লেইমা এ মামলা দায়ের করেছেন বলে খবর দিয়েছে বিজনেস ইনসাইডার।

আরো পড়ুন : রাতভর আজান-নফল নামাজ র-চা গুজব
আরো পড়ুন : মিরসরাই থানার নতুন ওসি মজিবুর রহমান

আদালতে দায়ের করা আর্জিতে ক্লেইমান বলেছে, চীন জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর জন্য উহানের ল্যাবে দীর্ঘদিন ধরেই এ করোনাভাইরাসের ওপর গবেষণা চালাচ্ছিল। সেখানে থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এজন্য চীন ইচ্ছাকৃত ভাবেই বিশ্বের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যাচ্ছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম ছড়িয়ে পড়ে। যা বর্তমানে প্রায় সব দেশে ঘাতক ব্যাধীতে রূপ নিয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িযেছে ২৪ হাজার।

তবে ক্লেইমানের আগেও চীনের দিকে আঙ্গুল তুলেছিলেন ইসরাইলের এক সাবেক গোয়েন্দা। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অভিযোগ করেন।