করোনা বাড়াতে পারে বেকারত্ব

করোনা বাড়াতে পারে বেকারত্ব

চৌধুরী সুমন (চট্টগ্রাম) : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে দেশের মানুষ। ১০ দিনের লকডাউন চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আছে সরকারের শীর্ষ মহল। শোনা যাচ্ছে লকডাউন সময় আরো বাড়তে পারে। এতে বিপাকে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। প্রায়ই বন্ধ হয়ে গেছে জীবিকার চাকা। ঘিরে ধরেছে অভাব-অনটন। সবমিলিয়ে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। এ অবস্থা যত দীর্ঘায়িত হবে, ততই তাদের বাড়বে ভোগান্তি। কর্ম হারানো মানুষের সারি হতে পারে দীর্ঘায়িত । বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হতে হবে অপ্রাতিষ্ঠানিক খাতের এসব শ্রমিকদের। অপরদিকে কাজ হারিয়ে বেকার হয়ে পড়তে পারে প্রান্তিক জনগোষ্ঠী।

আরো পড়ুন : সীতাকুণ্ডে করোনা ঝুঁকিরোধে জীবাণুনাশক ঔষধ স্প্রে ফায়ার সার্ভিসের
আরো পড়ুন : করোনা রোগী তল্লাশির নামে কিশোরীকে গণধর্ষণ

বিবিএসের সর্বশেষ জরিপে অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ৫ কোটি ১৭ লাখ ৩৪ হাজার শ্রমিকের মধ্যে ১ কোটি ৭১ লাখ ২১ হাজার মহিলা এবং ৩ কোটি ৪৬ লাখ ১৩ হাজার পুরুষ উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনে শহর ও গ্রামকেন্দ্রিক তথ্য বিশ্লেষণের পাশাপাশি বিভাগওয়ারি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে লাখ লাখ মানুষের চাকরি চলে যাওয়ার খবর প্রকাশ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীরা কাজ হারিয়েছেন ধরে নিতে হবে। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কেননা পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেকেই আবার কাজ ফিরে পাবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। অন্যথায় পরিস্থিতি খারাপ হবে এবং সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অর্থনীতিবিদদের মতে, আপৎকালীন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষায় বিশেষ তহবিল গঠন ও নগদ অর্থ সহায়তার হিসেবে এমন উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ব্যবস্থাও নেয়া প্রয়োজন। তা না হলে সামগ্রিক অর্থনীতিকেই বিরূপ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। কারণ আমাদের শ্রমশক্তির বেশির ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতের এবং এ কারণে তারা শ্রম অধিকার থেকেও বঞ্চিত।

শেয়ার করুন