কর্মহীন মানুষের মাঝে সিএমপির খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন

কর্মহীন মানুষের মাঝে সিএমপির খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ব্যাধি করোনার প্রাদুর্ভাবে দেশের কর্মহীন হত দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগ নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টার, লাভ লেইন এলাকায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সোমবার (৩০ মার্চ) সকালের দিকে এ কার্য্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

আরো পড়ুন : সীমিত আকারে বাড়বে ছুটি : প্রধানমন্ত্রী
আরো পড়ুন : রাউজানে আগুনে পুড়েছে ১১ বসতঘর

এ কার্যক্রমের আওতায় নগরীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, দেড় কেজি রসুন পেয়াজ, আধা কেজি লবণ, ১ লিটার তেল ও ১টি সাবানসহ সর্বমোট ১৯ কেজি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন