হাটহাজারীতে নলকূপের পাইপ থেকে নির্গত হচ্ছে গ্যাস

সদ্য স্থাপনকৃত নলকূপের পাইপ থেকে নির্গত হচ্ছে গ্যাস

তিন দিন আগে হাটহাজারী পৌরসভার মিরের খিল গ্রামের ইউচুপ মেম্বার বাড়ির মো. ফয়জুল্লাহ নামে এক ব্যক্তির সদ্য ক্রয়কৃত জায়গার উপর ৬০০ ফুট গভীরের স্থাপন করা হয় একটি নলকূপ। স্থাপনের পর গত বৃহস্পতিবার (৩০ মার্চ) এলাকার কিছু যুবক নলকূপের পাশে শো শো আওয়াজ শুনতে পায়। ঘটনার সত্যতা জানিয়ে ওই এলাকার বাসিন্দা হাটহাজারী কলেজের অফিস সহকারী ইফতেখার উদ্দিন জানান, ওই দিন রাতে নলকূপের সাথে আরেকটি পাইপ জোড়া লাগিয়ে দেশলাইকাঠি দিয়ে আগুন দিতেই শো শো করে আগুন জ্বলতে শুরু করে।

পাইপটির মুখ দিয়ে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি গণমাধ্যম দ্বারা উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিগোচর করার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, গ্যাস উত্তোলনকারী বিশেষজ্ঞদের দ্বারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন। কৌতূহলী জনতা এ নিয়ে দারুণ উৎসাহিত নির্গত হওয়া গ্যাস উত্তোলনের ব্যাপারে। যদি এ কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হয় তবে নষ্ট হবে সম্ভাবনাময় খুঁজে পাওয়া স্বপ্নটি।

এ ব্যাপারে জায়গার মালিকের সাথে তাৎক্ষনিকভাবে কথা বলা সম্ভব হয়নি। তবে যতবার সেখানে আগুন দেয়া হচ্ছে, ততবার আগুন জ্বলছে বলে জানান উপস্থিত জনতা।

শেয়ার করুন