ইতালির পর এবার লাশের মিছিল যুক্তরাষ্ট্রে

করোনা

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে মরণব্যাধি করোনা। ইতালি আক্রমণের পর এবার মৃত্যুর মিছিল যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১১৬৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে রেকর্ড গড়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১শ ৬৯জনে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

আরো পড়ুন : করোনায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সিএমপির
আরো পড়ুন : সাময়িক বরখাস্ত হচ্ছেন ব্রিটিশ এয়ারওয়েজের ৩৬ হাজার কর্মী

চীন থেকে গত বছরের ডিসেম্বরে করোনা ছড়িয়ে পড়ার পর এটি করোনায় আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউ ইয়র্কে। রাজ্যটিতে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছেন ১ হাজার৫শ জন। এছাড়া পুরো যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮০ জন। এদিকে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মাস্ক ছাড়া না বের হওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

এর আগে গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়।