চট্টগ্রামে চিকিৎসকদের পিপিই দিল টিম ফার্মাসিউটিক্যালস

চট্টগ্রামে চিকিৎসকদের পিপিই দিল টিম ফার্মাসিউটিক্যালস

চট্টগ্রাম : করোনা ভাইরাস (কোভিট -১৯) সংকট মোকাবিলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের পারসোন্যাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট ( পিপিই) সরবরাহ করলো দেশের ওষুধ শিল্প কোম্পানি টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার (১ এপ্রিল) সকাল থেকে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষথেকে নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সদরঘাট মেমন মাতৃসদন হাসপাতাল ও পার্কভিউ হাসপাতাল গুলোতে এসব পিপিই বিতরণ করা হয়।

আরো পড়ুন : ঘরে থাকাই করোনা বিস্তার ঠেকানোর মহৌষধ
আরো পড়ুন : ইতালির পর এবার লাশের মিছিল যুক্তরাষ্ট্রে

এসময় উপস্থিত ছিলেন টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড চট্টগ্রাম ও কক্সবাজার রিজিওন এ,এস,এম জালাল উদ্দিন (পিন্টু) টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড চট্টগ্রাম রিজিওন রিজিওনাল এ এর সেলস ম্যানেজার আজগর হোসাইন, এরিয়া ম্যানেজার ও মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) সহ অনেকে।

এ সময় চিকিৎসকরা বলেন, বর্তমানে এই প্রকট মরণআঘাতক করোনাভাইরাস সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষথেকে পিপিই (পারসোন্যাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট) বিতরণ করাই কোম্পানির চেয়ারম্যান, এমডি, সি ও, পিএমডি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানন।

শেয়ার করুন