বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত সম্মেলন রবিবার

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আনুষ্ঠানিকভাবে পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন আগামী রবিবার (২ এপ্রিল) ঢাকায় শুরু হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমান এবং মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) চীফ অব পুলিশ জেনারেল স্টাফ নিজ-নিজ দেশের পক্ষে এই সীমান্ত সম্মেলনে নেতৃত্ব দিবেন।

শুক্রবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে জানানো হয়, ঢাকায় সীমান্ত সম্মেলনে যোগদানের লক্ষ্যে মিয়ানমারের চীফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে মিয়ানমারের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছবেন।

পরদিন রবিবার (২এপ্রিল-১৭) সকাল সাড়ে ৯টায় রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে উভয় দেশের সীমান্ত সংক্রান্ত সম্মেলন আনুষ্ঠানিক শুরু হবে।

অপরদিকে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ গ্রহণ করবে।

বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বাংলাদেশ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত রয়েছেন।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে উচ্চ পর্যায়ের এ সীমান্ত সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বাড়ানোর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা। -বাসস।

শেয়ার করুন