ত্রাণ বিতরণে অনিয়ম করায় চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চেয়ারম্যান মো. নুরুল আবছার।

চট্টগ্রাম : দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের বরাদ্দকৃত ত্রাণ বিতরণে অনিয়মের দায়ে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আরো পড়ুন : বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর, ভোলায় লাশ দাফনে আপত্তি
আরো পড়ুন : দ্রুত লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হু

রোববার (১২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

এর আগে ইউনিয়নভিত্তিক ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করে চেয়ারম্যান মো. নুরুল আবছারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর চিঠি দেন ওই ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বার। এরপর জেলা প্রশাসন থেকে অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

শেয়ার করুন