আড্ডা নিয়ন্ত্রণে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযান

আড্ডা নিয়ন্ত্রণে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযান

চট্টগ্রাম: ছোঁয়াচে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ রোধে নগরে আড্ডা নিয়ন্ত্রণ করতে অভিযানে নেমেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমানের নির্দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে সিএমপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

জানা গেছে, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের তদারকিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীনের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলামের নেতৃত্বে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ৪টি টিম মহানগরীর বিভিন্ন এলাকায় থানা পুলিশের পাশাপাশি অভিযানে অংশ নিয়েছে।

সিএমপি সুত্র জানায়, চট্টগ্রাম মহানগরী এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ব্যতীত অপ্রয়োজনীয় চলাফেরা এবং আড্ডা নিয়ন্ত্রণ করতে বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরে অভিযান শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন