
চট্টগ্রামে ট্রাফিক (উত্তর) বিভাগের নতুন ৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে ওই তিন ট্রাফিক সদস্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং তাদের মনোবল অটুট রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ বলছে, অতীতের মত ভবিষ্যতেও পুলিশ সকলকে নিয়ে পথ চলা অব্যাহত রাখবে। আরো দ্বিগুন শক্তি নিয়ে জনগণের পাশে থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জনগনকে সার্বিক নিরাপত্তা দিয়ে এবং করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষ্যে কাজ করে যাবে।