নিহত সেনার প্রতি বাংলাদেশ পুলিশের শোক ও সমবেদনা

বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ লগো

সড়ক দূর্ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সাথে, আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একটি রিকশাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সেনাসদস্যদের বহন করা গাড়ি। এ দুর্ঘটনায় প্রাণ হারান বাংলা‌দেশ সেনাবা‌হিনীর সদস্য সৈনিক প্রিন্স। আহত হয়েছেন আরো ২১ সেনাসদস্য।

আরো পড়ুন : স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্যারেড মাঠে সিএমপির ব্যতিক্রম কাঁচাবাজার
আরো পড়ুন : চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো: সিএমপি

শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা শোক ও সমবেদনা জানানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ক‌রোনাভাইরা‌সের বিস্তাররো‌ধে যখন বাংলা‌দেশ পু‌লি‌শের সঙ্গে যৌথ লড়াই ক‌রে চ‌লেছে বাংলা‌দেশ সেনাবা‌হিনীসহ অন্য সাম‌রিক ও বেসাম‌রিক প্রতিষ্ঠান। এ সময় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হতাহ‌তের ঘটনা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত ব্যথিত করেছে। সড়ক দুর্ঘটনায় নিহত সেনাসদস্যের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

শেয়ার করুন