মিরসরাইয়ে প্রথম করোনা রোগী শনাক্ত

ছবি প্রতীকী

চট্টগ্রাম : মিরসরাইয়ে প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত রোগী একজন মহিলা। তিনি মিশন ফেরত এক সেনা সদস্যের স্ত্রী। শারীরিক অসুস্থতা জনিত সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) -এ ভর্তি হলে সেখান থেকে নমূনা সংগ্রহ করার পর তার করোন পজিটিভ পাওয়া যায়। রবিবার (১৯ এপ্রিল) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম।

আরো পড়ুন : ভেঙে পড়তে পারে’ জাপানের স্বাস্থ্য সেবা
আরো পড়ুন : প্রথম করোনা রোগী শনাক্ত: ভয়ে কাঁপছে নাইক্ষ্যংছড়ি

তবে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংস্পর্শে কে বা কারা এসেছে জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ। তিনিই বা কিভাবে আক্রান্ত হল তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, আমরা দিবাগত রাতে একজন মহিলা আক্রান্ত হওয়ার সংবাদ পাই। তিনি বর্তমানে সিএমএইচ -এ ভর্তি আছেন। আমরা আশপাশের এলাকার তার সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে খবর নিচ্ছি। আপাতত আক্রান্ত রোগীর বসবাসের বাড়ি লক ডাউন করা হচ্ছে বলেও জানান তিনি।