শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী বাসন্তী পূজা : প্রস্তুতি প্রায় শেষ

নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের বাসন্তী পূজা। বাসন্তী পূজা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন মঠ, মন্দিরে সার্বজনীন ও ব্যক্তিগত ভাবে আয়োজন করা হচ্ছে পাঁচদিন ব্যাপী নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা।
২ এপ্রিল রোজ রবিবার সায়ংকালে দেব্যা আমন্ত্রণাধিবাসৌচ, রাত ৮.১১ মিনিটে মহাষষ্ঠী পূজা। ৩ এপ্রিল রোজ সোমবার সকাল ৭.৩৩ এর মধ্যে সপ্তমী বিহীত পূজা প্রশস্তা, দেবীর নৌকায় আগমন। ৪ এপিল রোজ মঙ্গলবার সকাল ৯.৩১ এর মধ্যে অষ্ঠমী পূজা সমাপন, রাত গতে ২.২৩মিনিটি সন্ধি পূজা আরম্ভ, ২.৪৭ গতে বলিদান ,৩.১১ এর মধ্যে সন্ধি পূজা সমাপন। ৫ এপ্রিল রোজ বুধবার সকাল ৮.৫৮এর মধ্যে নবমী পূজা সমাপন। ৬ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ৮টা এর মধ্যে পুস্পাঞ্জলী এবং দুপুর ১২.৩০ ঘটিকায় দেবী দূর্গার বিসর্জন। দেবীর ঘোটকে গমন ।

প্রতি বছরের মত এবছরও নানা আয়োজনে বাসন্তী পূজা উদযাপিত হতে যাচ্ছে , প্রতিমার সাজ, রং ও প্যান্ডেল প্রস্তুতি প্রায় শেষের দিকে।

পৃথিবীর অপশক্তির বিরুদ্ধে সুন্দরের বিজয়ের প্রতীক মা দূর্গা। জগতে সকলের মঙ্গল কামনায় পাঁচদিনব্যাপী মাকে বিভিন্ন ধর্মীয় পূজার মধ্য দিয়ে বাসন্তী পূজা উদযাপন হবে। বাসন্তী পূজাকে ঘিরে শ্রী শ্রী চন্ডী পাঠ , শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা আরতির আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন