হালিশহরের ৮ হাজার মানুষের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিলেন নওফেল

হালিশহরের ৮ হাজার মানুষের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম : নগরীর হালিশহরের রামপুর এলাকার অন্তত ৮ হাজার হত দরিদ্র, মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী উপহার পৌঁছে দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রামপুর ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আব্দুস ছবুর লিটনের উদ্যোগে বুধবার (২২ এপ্রিল) বিকালের দিকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নং ওয়ার্ড হতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী সাবেক সফল কাউন্সিলর আব্দুস ছবুর লিটন।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, সম্পূর্ণ নিজ উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাদেরকে সকলকে ধন্যবাদ জানা নওফেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়ে ব্যারিস্টার নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকলে, সুস্থ থাকবে বাংলাদেশ।

করোনা টেস্টিং সেন্টার বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে আরও ২টি টেস্টিং সেন্টার প্রস্তুত আছে। একটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, অপরটি হলো চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ব বিদ্যালয়। এখানে করোনা টেস্টিং করা হবে।

আরো পড়ুন : দরিদ্র পরিবারের মাঝে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের ত্রাণ সহায়তা শুরু

ত্রাণ-উপহার সামগ্রী বিতরণ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার নওফেল বলেন, যারা ত্রাণ-উপহার বিতরণ করবেন তাদের খেয়াল রাখতে হবে-যেন কেউ দুইবার পেলো, আবার কেউ একবারও পেলো না। বিষয়টি কঠোর নজরদারীতে রাখতে হবে। সিটি কর্পোরেশনের প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে সরকারী তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেলক্ষ্যে কাজ চলছে। আশা করছি চট্টগ্রামের কোন মানুষ কষ্টে থাকবে না।

ত্রাণ-উপহার সামগ্রী বিতরণ চলমান থাকবে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন-বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের প্রত্যেককে ঘরে থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন ধারন করতে হবে। মহামারী ঠেকাতে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খুকা, আবুল কাসেম, মাহবুল আলম আজাদ, মাইন উদ্দিন খোকন, সাইফুরহমান পলাশ, সাবেক কাউন্সিলরের ছোট ভাই আব্দুল মান্নান খোকন, মো. রিপন, মো. ছাদেক, মো. সমন, মো. জাহিদ, মো. ফয়সাল, মো. আরাফাতসহ আরও অনেকে।

 

শেয়ার করুন