ময়নাতদন্তের প্রতিবেদন
আত্মহত্যা করেছেন রাউধা

‘রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ (আইবিএমসি) শিক্ষার্থী ও ভোগ প্রচ্ছদ মডেল রাউধা আথিফ আত্মহত্যা করেছেন। ’ এই মর্মে ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে জমা দাখিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ময়নাতদন্ত সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সাবেক বিভাগী প্রধান অধ্যাপক ডা. মনসুর রহমান।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি বলেন, মডেল রাউধা আথিফের মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদনে ‘আত্মহত্যাজনিত’ বলে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার অধ্যাপক ডা. মনসুর রহমানের নেতৃতে গঠিত তিন সদস্যের বোর্ড রাউধা আথিফের ময়নাতদন্ত সম্পন্ন করেন। বোর্ডের অপর সদস্যরা হলেন- ফরেনসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমদাদুল হক ও একই বিভাগের বর্তমান সহকারি অধ্যাপক ডা. এনামুল হক।

এদিকে রাজশাহীতে চিকিৎসা শাস্ত্র পড়তে আসা মালদ্বীপের ‘নীল নয়না’ নাগরিক আন্তর্জাতিক সাময়িকী ‘ভোগ’ মডেল রাউধা আথিফের আর দেশে ফেরা হলো না। অস্বাভাবিক মৃত্যুর পর তাকে রাজশাহীর মাটিতেই দাফন করা হয়েছে।

শনিবার বাদ জোহর পুলিশের সহযোগিতায় রাউধার পরিবারের সদস্যরা কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে রাজশাহী নগরের হেতেমখাঁ কবরস্থানে রাউধার দাফন করে। এ সময় বাবা, মা, ভাই ও বোনসহ রাউধার পরিবারের ১১ সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন