অসুস্থ ডাঃ আফছারুল আমীন এমপি নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন

সংসদ সদস্য ডাঃ আফছারুল আমীন

চট্টগ্রাম : ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন ডাঃ আফছারুল আমীন এমপি চট্টগ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন। দীর্ঘদিন ধরে এই জনপ্রতিনিধি ডায়াবেটিস, হৃদরোগসহ বার্ধক্যজনিক বিভিন্ন রোগে ভোগছেন। তাঁর চিকিৎসকরা বলছেন, বয়স (৭০) হয়েছে_তবে আশংকার কিছু নেই। বার্ধক্যজনিক রোগে ভোগছেন তিনি, চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে ওঠবেন।

আরো পড়ুন : ছুটি বাড়তে পারে আরো ১০ দিন

পারিবারিক সূত্র জানায়, সাবেক গণশিক্ষা মন্ত্রী, সাংসদ ডাঃ আফছারুল আমীন শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান রুটিন চেকআপ করাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিঙ্গাপুর গেলেও বিশ্ব মহামারি করোনা ভাইরাস প্রভাবে দেশটি লকডাউন থাকায় ফিরে আসতে হয়। পরে ২২ এপ্রিল ঢাকার এপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা সিএমএইচ-এ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসধীন আছেন সাংসদ ডাঃ আফছারুল আমীন।

আরো পড়ুন : আদা কেজিতে ৩০০ থেকে নেমে ১১৫ টাকা

চট্টগ্রাম-১০ আসন থেকে টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আফছারুল আমীন চট্টগ্রামসহ দেশের সকল মানুষের কাছে তাঁর রোগ মুক্তি কামনায় দোয়া চেয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে চট্টগ্রামের বহু খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছে। এমন দুর্যোগ মোকাবিলায় ডাঃ আফছারুল আমীন এমপি’র নির্দেশে ওইসব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য-উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। পরিস্থিতি বিবেচনায় এমন খাদ্য-উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন