করোনায় মৃত সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে

ছবি: সংগৃহীত

ঢাকা: করোনা ভাইরাসে মৃত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সেখানে তাকে নেবুলাইজার ও অক্সিজেন দেওয়া হচ্ছে।

রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানান, সাংবাদিক খোকনের স্ত্রীকে রোববার (৩ মে) দিনগত রাতে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে তাকে অক্সিজেন ও নেবুলাইজার দেওয়া হচ্ছে। তার জ্ঞান আছে। তিনি ভালো আছেন।

তারিক শিবলী বলেন, সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টটি গত শুক্রবার আমরা পেয়েছি। সেই রিপোর্টে তাদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি সেদিনই সাংবাদিক খোকনের স্ত্রী ও তার ছেলেকে জানানো হয়েছে। আগে থেকেই তাদের বাসায় আইসোলেশনে রাখা হয়েছিল। হাসপাতাল থেকে গাড়ি পাঠিয়ে সাংবাদিক খোকনের স্ত্রী ও তার ছেলেকে সেদিন রাতে হাসপাতালে আনা হয়। সাংবাদিক খোকনের ছেলে হাসপাতালের কেবিনে আছে। সে ভালো আছে। খোকনের মেয়ের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

শেয়ার করুন