চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা: নব্য ৩ জঙ্গি গ্রেফতার

নব্য ৩ জঙ্গি গ্রেফতার

চট্টগ্রাম: নগরীর দু’নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে হামলার ঘটনায় নব্য ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

রোববার (৩ মে) নগরীর ডিসি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ।

গ্রেফতারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশার মো. ইসহাক মিয়ার সন্তান মো. সাইফুল্লাহ (২৪), দক্ষিণ মারফলা এলাকার মনির আহম্মদের সন্তান মো. ইমরান (২৫) ও উত্তর ঢেমশার মহরম আলীর সন্তান মো. আবু সালেহ (২৫)। এদের মধ্যে সাইফুল্লাহ চকবাজার এলাকার একটি দোকানের কর্মচারী এবং অন্য দু’জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল পলিটেকনিকের ছাত্র।

সোমবার (৪ মে) বিকালে মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নব্য এ তিন জঙ্গি।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বলেন, নব্য জেএমবির তিন সদস্যকে দুপুরের দিকে আদালতে হাজির করে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর তারা ঘটনার সত্যতা স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন