বন্দরে কনটেইনারের স্টোর রেন্ট মওকুফ ১৬ মে পর্যন্ত

চট্টগ্রাম: দেশের আমদানি-রফতানিকারকদের প্রণোদনা দিতে বন্দরে কনটেইনার স্টাের রেন্ট সম্পূর্ন মওকুফ সুবিধা ১৬ মে পর্যন্ত বাড়ালো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ মে) বন্দর পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বন্দরে আসা কন্টেইনারের ভাড়া শতভাগ ছাড় আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হল।

চিঠিতে কনটেইনার ডেলিভারির জন্য অনুরোধ জানানোর পাশাপাশি বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম পরিচালনায় স্টেক হোল্ডারদের সহযোগিতা কামনা করা হয়।

গত ২ মে সরকার ঘোষিত সাধারণ ছুটি, লকডাউন যতদিন থাকবে ততদিনের জন্য বন্দরের স্টোর রেন্ট শতভাগ মওকুফের সুবিধা সম্প্রসারণের জন্য বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

সোমবার (৪ মে) চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বন্দরের অপারেশনাল কার্যক্রমকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য স্টোর রেন্ট মওকুফ সুবিধা বাড়ানোর জন্য নৌ প্রতিমন্ত্রী বরাবরে চিঠি দেন।

শেয়ার করুন