অভিযানের খবর পেয়ে মূল্য সংশোধন, ৩ ব্যবসায়িকে অর্থদণ্ড

ভ্রাম্যমান আদালতের অভিযান

কক্সবাজার: অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। অপরাধী সব অপরাধ সব সময় লুকাতে পারেন না। তার বাস্তব প্রমাণ পাওয়া গেছে কক্সবাজার পৌর শহরের বড় বাজারে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা প্রশাসনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায়, একজন ব্যবসায়ি তার লুকিয়ে রাখা মূল্য তালিকা মোবাইল কোর্ট আসছে খবর জেনে তাড়াতাড়ি করে মূল্য সংশোধন করেন। কিন্তু অভিযানকালে দেখা যায়, তার সংশোধনকৃত তালিকায় তারিখ সংশোধন করতে ভুলে গেছেন। একটি একমাস আগের মূল্য তালিকা তারই প্রমাণ।

সঠিক ভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং আদার মূল্য বেশি লেখার কারণে কৃষি বিপণন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী পরিচালিত অভিযানে ৩ জন ব্যবসায়িকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন জেলা মার্কেটিং অফিসার মো: শাহাজাহান আলী।