এবার করোনায় দুদকের প্রধান সহকারীর মৃত্যু

খলিলুর রহমান

ঢাকা: নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে এবার দুর্নীতির দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান মারা গেছেন।

শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন।

তবে দুদকের এই কর্মী কখন সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আলাউদ্দিন আল আজাদ ।

কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, “খলিলুর রহমান বহু বছর ধরে দুদকে কাজ করছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার এই মৃত্যু দুঃখজনক।”

এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

শেয়ার করুন