বায়েজিদে পাওনা টাকা চাইতে গিয়ে নিহত

হত্যা

চট্টগ্রাম: বায়েজিদের মুরাদনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৮ মে) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগরের মির্জা পাড়ায় দিদারুল আলম রিদোয়ানকে (৪৬) হত্যা করা হয়। রিদোয়ান হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার শাহ আলমের ছেলে।

এ ঘটনায় হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার।

গ্রেপ্তার মো. মিন্টুর (৩৭) কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, একটি এলজি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

ওসি প্রিটন বলেন, দুইজনই আগে থেকে পরিচিত ছিলেন। রিদোয়ানের কাছ থেকে সাত হাজার টাকা পেত মিন্টু। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দেওয়ার জেরে দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার রাতে মুরাদনগরে দেখা হলে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে রিদোয়ানকে ছুরিকাঘাত করে মিন্টু। গুরুতর আহতাবস্থায় রিদোয়ানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। তার হাতে ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।

তিনি জানান, গভীর রাতে বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী মিন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বায়েজিদ থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শেয়ার করুন