বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আল্টিমেটাম
চবি’র স্থাপনায় খালেদা ও ইউনূসের নাম থাকতে পারে না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া হল’ও ‘ড. মুহাম্মদ ইউনূস ভবন’নামে দুটি স্থাপনা থেকে তাদের নাম মুছে দিতে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার ( ১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচীতে তারা এ দাবি জানান।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় সারাদেশে জঙ্গিরা সংগঠিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে পাওয়া লাল সবুজের পতাকাকে নিরহ মানুষের রক্তে রঞ্জিত করছে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াত জোটের নেত্রী খালেদা জিয়ার নামে কোন স্থাপনা থাকতে পারে না।

ড. মুহাম্মদ ইউনূসের নামে করা ভবনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তিনি দেশে চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংককে ভুল বুঝিয়েছেন। তাঁর কারনেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থ দেয়নি। তাই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইউনূচের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন স্থাপনা রাখতে দেওয়া হবে না।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে চবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম বলেন, খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী। আর ড. ইউনূস খালেদা জিয়াকে খুশি করতেই সারা বিশ্বে বাংলাদেশের নামে অপপ্রচার চালাচ্ছেন। তাই তাদের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন স্থাপনার নাম রাখতে দেওয়া হবে না। স্থাপনা দুটির নাম পরিবর্তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাত দিনের আল্টিমেটাম দেন তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি নুর জামান, কাউসার ফেরদৌস ফুয়াদ, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন, মিনহাজুল ইসলাম এবং দপ্তর সম্পাদক রায়হান মাহমুদ শুভ। এসময় আরো উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগের সহ সভাপতি নাসির উদ্দীন সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুখ, মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মনসুর আলী, উপ সাংস্কৃতিক সম্পাদক আরফাত চৌধুরী, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপু, উপ দপ্তর সম্পাদক হিমেল ইরতিজা হোসেন প্রমুখ।

শেয়ার করুন