চট্টগ্রামে আরো ৩৫ করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রাম : চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস জীবাণু পাওয়া গেছে।

রোববার (১০ মে) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৮৭
আরো পড়ুন : ২ হাজার চিকিৎসককে করোনা হাসপাতালে পদায়ন, ১২ মে যোগদান

আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১৪ জন লোহাগাড়া উপজেলায়, ১০ জন রাঙ্গুনিয়া উপজেলায় এবং ৭ জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তাছাড়া রাউজান, বাঁশখালী উপজেলায় আরও ২ জন শনাক্ত হয়েছে। এছাড়া তালিকায় নাম থাকা আরও ২ জন চট্টগ্রামের বিআইটিআইডিতে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিভাসুতে গতকাল ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামে ৩৫ জন এবং অন্যান্য জেলায় ১৮ জন।

শেয়ার করুন