বান্দরবানে কমিউনিটি ডেভলপমেন্ট কনর্সানের ত্রান বিতরণ

বান্দরবানে কমিউনিটি ডেভলপমেন্ট কনর্সানের ত্রান বিতরণ

বান্দরবানে কোভিড-১৯ প্রার্দূভাব মোকাবেলায় গরীব ও অসহায়দের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে বান্দরবান সদরের উজানিপাড়ায় অবস্থিত পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভলপমেন্ট কনর্সান (সিডিসি) এর কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান পৌরসভার উজানীপাড়া, মধ্যমপাড়া, জাদিপাড়া, কালাঘাটা এলাকায় বসবাসরত গরীব, দুস্থ ও মেহনতী পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কোভিড-১৯ প্রাদূর্ভাব মোকাবেলার ধারাবাহিকতা অব্যাহত রেখে এই দুর্যোগ মোকাবিলায় তালিকাভুক্ত ৩০০টি পরিবারের মাঝে চাউল ১৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৫কেজি, তৈল ১ লি., পিয়াঁজ ১ কেজি, লবন
১কেজি, গোসলের সাবান ৪টি, মার্কস ৫টি বিতরন করা হয়।

বিতরন কার্যক্রমে বান্দরবান পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর থুইসিং প্রু লুবু,সদর উপজেলা নিবার্চন কর্মকর্তা পরান্টু চাকমা, কমিউনিটি ডেভলপমেন্ট কনর্সান (সিডিসি ) এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) ,প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি পাকসিম বি. তোলাং, কমিটি সদস্য মংহাইসিং মারমা, কমিটি সদস্য থিমখুপ বুইতিং ও প্রকল্প কর্মকতা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভলপমেন্ট কনর্সান (সিডিসি) এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) জানান, এই কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে আমাদের প্রকল্পের তালিকাভুক্ত পরিবারসমূহ যারা অধিকাংশ পেশায় দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবি ও রিক্সাচালক রয়েছে এসব উপকারভোগীদের সামাজিক সচেতনতা ও প্রটেকশনের লক্ষে গত ২৪ মার্চ আমরা বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও ত্রাণ
সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে।