চট্টগ্রামে করোনায় মৃত্যু  ৪ ; নতুন আক্রান্ত ৯০

চট্টগ্রামের ৩ টি করোনা পরীক্ষা ল্যাব ও কক্সবাজার ল্যাবের রিপোর্ট অনুযায়ী চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ জন। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৭৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৩ জন।

শুক্রবার (২২ মে) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। এছাড়া নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

সেখ ফজলে রাব্বি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৪ টি নমুনা পরীক্ষা করে ২০ টি করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১০ জন এবং সন্দ্বীপ উপজেলার ০২ জন, হাটহাজারী উপজেলার ০৫ জন, সীতাকুণ্ড উপজেলার ০১ জন এবং রাউজান উপজেলার ০২ জন রয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তে ৬৯ টি নমুনা পরীক্ষার করে একটিও পজেটিভ পাওয়া যায় নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৯ টি নমুনা পরীক্ষায় ৭০ টি পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ৬৭ জন। এ ছাড়া পটিয়া উপজেলার-০১, সাতকানিয়া উপজেলার-০১, ফটিকছড়ি উপজেলার-০১ জন রয়েছে।

কক্সবাজারের ল্যাবে চট্টগ্রাম জেলার করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় নি।

শেয়ার করুন