নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মোটর সাইকেল জব্দ

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মোটর সাইকেল জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) জেলার সোনাইছড়ি ইউনিয়নের জরুলিয়াছড়ি এলাকায় মন্জুরের দোকানের সামনে থেকে ইয়াবাসহ ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ টিম।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টায় সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি মন্জুরের দোকানের সামনে মটর সাইকেল তল্লাসীকালে মটর সাইকেল রেখে আরোহীরা পালিয়ে যায়।

আরো পড়ুন : ইউনাইটেড হাসপাতালের আগুনে পুড়ে ৫ করোনা রোগীর মৃত্যু
আরো পড়ুন : সীমিত পরিসরে চলবে গণপরিবহন

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি সড়কের জারুলিয়াছড়ি এলাকায় মন্জুরের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে দুই মোটর সাইকেল আরোহী দ্রুত গতিতে আসতে দেখে পুলিশ গতিরোধের চেষ্টা করে। এসময় আরোহীরা গাড়ী রেখে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে সিটের নিচে ৭ হাজার ৭শত পিচ্ ইয়াবা উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ২০-২৫ লক্ষ টাকা বলে ধারনা করছে। আর জব্দকৃত মোটর সাইকেলের মুল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা বলে জানা গেছে।

ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি সজীব দত্তকে অভিযানের নির্দেশ দিলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অভিযান কার্যক্রম শুরু করে। দুইজন মটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে আসতে দেখে পু্লিশ গতিরোধ করতে গিয়ে মটর সাইকেল মাটিতে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়।  তবে ৭ হাজার ৭ শত ইয়াবাসহ ১লাখ ৩৫ হাজার টাকার মূল্যের ১টি মটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। মটর সাইকেলের মালিক বশির আহাম্মদ ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।